সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে উপজেলার জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন।
তিনি জানান, কিছু প্রতারক চক্র ইউএনও-র নাম ব্যবহার করে একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনা তার দৃষ্টিগোচর হওয়ার পরপরই তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।
গত ৩ জুলাই ২০২৫ তারিখে তিনি সন্দ্বীপ উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকেই তিনি উপজেলাবাসীর মৌলিক চাহিদার দিকে নজর রেখে একটি জনবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করে চলেছেন। তবে সাম্প্রতিক এই প্রতারণার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত বলে উল্লেখ করেন তিনি।
ইউএনও মংচিংনু মারমা বলেন, কেউ যদি আমার নাম বা মোবাইল নম্বর ব্যবহার করে কোন প্রকার আর্থিক বা অন্য কোনো অনৈতিক সুবিধা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি।
তিনি আরও জানান, সন্দ্বীপ উপজেলার সার্বিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে প্রশাসন সবসময় সক্রিয় থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন