পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন সহ মোট ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
রবিবার (২১ এপ্রিল) ছিল ২য় দফায় অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
পেকুয়ায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা যুব দলের সভাপতি মুন্তাজির কামরান জাদিদ মুকুট, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আশরাফুল ইসলাম সজীব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, রুমানা আক্তার, ইন্টারনেট ব্যবসায়ী নুরুল আমিন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৭ প্রার্থী হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু, সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন বাদশা, মো. হেলাল উদ্দিন ছিদ্দিকী ও শাহাব উদ্দিন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু, সাংবাদিক জহিরুল ইসলামের স্ত্রী ইয়াছমিন সোলতানা, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান নুরুল আবছারের স্ত্রী রাজিয়া সোলতানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা বেগম ও আজমীর নুরে জান্নাত।
এ বিষয়ে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ চাটগাঁ নিউজকে জানান, আগামী ২৩ এপ্রিল বিভিন্ন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাচাই করা হবে। ২৪ থেকে ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাচাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭ থেকে ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ২১মে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন