উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ সেমিনারে তারুণ্যের সংলাপ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ শিরোনামে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র একুশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩ টায় আয়োজিত এই অনুষ্ঠানে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক নাজিবুল্লাহ লিটন এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মোঃ মাহাবুবুল হক সুমন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সম্পাদক ফারহান আহমেদ।

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, এই যে প্রমত্তা পদ্মার বুক ছিঁড়ে সহজ একটা যোগাযোগ ব্যাবস্থা গড়ে উঠবে এটা অকল্পনীয় ভাবনা ছিল। আজ সেই অসম্ভব এক চিন্তা চেতনার বাস্তব রুপ লাভ করেছে পদ্মা সেতুর মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী ১ম যখন ক্ষমতায় আসেন তখন তিনি প্রথম ভাবনায় এনেছিলো এই সেতু। তাছাড়া তিনি বর্তমান বাংলাদেশের বিদ্যুৎ ব্যাবস্থাপনা সর্ট টার্ম, মিডটার্ম, লং টার্ম এভাবে চিন্তা করেছিলেন বলে আজ সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে

উক্ত মঞ্চে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা শুধু যে ঊনসত্তর, সত্তর, একাত্তরে হয়েছে তা নয়, এর অনেক আগেই এদেশের মানুষ জেগেছিলো। সেই জাগরন আজও বাংলাদেশকে থামাতে পারেনি, সেই জাগরণে আজকে বাংলাদেশ উন্নয়নের দ্বারপ্রান্তে ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে

এই সময় আয়োজক কমিটি থেকে চাটগাঁ নিউজকে বলা হয়, প্রোগ্রামটার মূল কনসেপ্ট হলো উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাবো। এই ভিশন টাকে তুলে ধরার জন্য আজকে আমরা তারুণ্যের সমাবেশ ও তারুণ্যের কথন নামে দুইটা প্রোগ্রামের আয়োজন করেছি

এই সময় মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মুক্তিযুদ্ধ সন্মাননা দেওয়া হয় চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চট্টগ্রাম ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাহিদ আহম্মদ কে। অনুষ্ঠান শেষে অথিতিরা শিশুশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

Scroll to Top