ডেস্ক নিউজ: “খেলায় শক্তি, খেলায় বল — মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সুইপুরা এলাকায় উদ্বোধন হলো ‘সুইপুরা ফাইভ স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সুইপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরতি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু ছৈয়দ।
আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের বি.এস.সি, সাবেক সদস্য গোলাম রসুল মোস্তাক, সাবেক যুব বিষয়ক সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ১নং চরতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য এহছানুল করিম ও আরব আমিরাত প্রবাসী হোসাইন করিম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জামাল হোসেন বলেন— ‘আজকের তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, নেশা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুইপুরা ফাইভ স্টার ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আশা করি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে আরও উৎসাহিত করবে।’
এদিন উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। যেখানে খেলা উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজ।
এই টুর্নামেন্ট আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারা হলেন- মোহাম্মদ মুফিজ, সালমান আকবর, মোহাম্মদ সোহেল, আবু হানিফ, রিয়াজ উদ্দিন, মাঈন উদ্দিন, ওবাইদুল হক, সাইদুল হক, মোহাম্মদ ইলিয়াস, মো. ইমতিয়াজসহ এলাকার ক্রীড়ামোদী যুবসমাজ।
এছাড়া টুর্নামেন্ট সফল করতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে- Masum Enterprise (Dhaka), ERA Piping System, D Sports এবং Computer Zone।
ক্লাবের আয়োজকরা জানান- স্থানীয় তরুণদের মাদকমুক্ত রাখা, খেলাধুলার মাধ্যমে একতা ও বন্ধুত্ব গড়ে তোলা এবং গ্রামীণ ক্রীড়াকে নতুনভাবে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতে এই টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজন করা হবে বলেও তারা জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ







