উদীচী চট্টগ্রাম জেলা সংসদের নতুন কমিটি গঠন

চাটগাঁ নিউজ ডেস্ক:  উদীচী চট্টগ্রাম জেলা সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। কমিটিতে সাংবাদিক ও প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ সভাপতি ও অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কমিটিতে সহসভাপতি হিসেবে ডাঃ অসীম কুমার চৌধুরী, সুনীল ধর, আবুল কাশেম, প্রদীপ বড়ুয়া, সহ-সাধারন সম্পাদক হিসেবে জয়তী ঘোষ ও ভাস্কর ধর, কোষাধ্যক্ষ হিসেবে সীমা দাশকে নির্বাচিত করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয় অপর্না চৌধুরী, অনিন্দিতা দেবনাথ,জয়শ্রী মজুমদার লাকী, গৌতম দত্ত,মৃত্যুঞ্জয় দাশ, মোঃ মহিউদ্দীন, প্রীতিকনা শীল এবং প্রীতম শুভ।

নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি হল মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে দুইদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অনুুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক জসিম চৌধুরী সবুজ। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক সুনীল ধরের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন- উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম,উদীচী কেন্দ্রীয় সহসভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন, কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা সংসদের সহ সভাপতি ডাঃ অসীম কুমার চৌধুরী এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ।

কাউন্সিল অধিবেশনে বিগত সময়ের কর্মকান্ড, রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংকট এবং , সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হতে করণীয় এবং এক্ষেত্রে উদীচীর শিল্পীকর্মীদের ভাবনা নিয়ে প্রতিবেদন পেশ করা হয়। সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ করেন উদীচী চট্টগ্রাম,জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ। অর্থ রিপোর্ট পেশ করেন সীমা দাশ, শোক প্রস্তাব পাঠ করেন জয়শ্রী মজুমদার।

নব নির্বাচিত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এড. রেজাউল করিম চৌধুরী, রতন সরকার,রুবেল দাশ প্রিন্স, গোলাম আকবর চৌধুরী, রাজু দাশ,শান্তা সেন,অনন্যা দাশ,প্রমা চৌধুরী, ফরহাদ আলী,নাজমুল হুদা,আদিত্য দে। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম।
চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top