চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (২১ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। কোনো শিক্ষার্থীর শিক্ষা, বিকাশ এবং সুস্থতার জন্য তৈরি একটি প্রতিষ্ঠানে এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া কখনোই কাম্য নয়। আমার আন্তরিক প্রার্থনা শোকাহত তরুণ আত্মার জন্য এবং আমি বিএনপির নেতাকর্মী ও পেশাজীবীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের উচিত একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়ানো এবং সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা।’
তারেক রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানান এবং সংশ্লিষ্টদের যথাযথ সহায়তা দেওয়ার আহ্বান জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন