উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি: খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে ছাড়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে তৃতীয়বারের মতো ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিস্কাশন শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে হ্রদের পানির উচ্চতা ১০৮.৬৫ ফুট মীনস-সি লেভেল অতিক্রম করায় বিপদসীমা লঙ্ঘিত হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে সরানো হচ্ছে।

এ বছরের জুলাই ও আগস্টে কাপ্তাই লেকের পানি বিপদসীমার উপর ওঠার কারণে প্রথমবার ৫ আগস্ট, এরপর দ্বিতীয়বার ২০ আগস্ট জলকপাট খোলা হয়েছিল। প্রথমবারে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল, পরবর্তীতে লেকের পানির উচ্চতা অনুযায়ী দেড় ফুট, আড়াই ফুট ও সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়েছিল।

পানি ছাড়ার সাতদিন পর, ১২ আগস্ট সকাল ৯ টায় লেকে পানির উচ্চতা কমায় জলকপাট বন্ধ করা হয়। তবে হঠাৎ আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় কপাবি কর্তৃপক্ষ তৃতীয়বারের মতো দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

কপাবি জানিয়েছে, জনগণকে সতর্ক থাকার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top