উচ্ছেদে বাধা, হকার-পুলিশ সংঘর্ষে নিউমার্কেট এলাকা রণক্ষেত্র

চাটগাঁ নিউজ ডেস্ক :  উচ্ছেদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় হকার ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত তিন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় আধাঘন্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট থেকে স্টেশন রোড এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয় ৮ ফেব্রুয়ারি। সেখানে যেন পুনরায় হকার বসতে না পারে সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষে প্রতিদিনই তদারকি করা হচ্ছিল। সোমবার বিকেলে ওই এলাকায় বেশ কিছু ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় সেগুলো উচ্ছেদ করে চসিকের গাড়িতে তোলা হচ্ছিল। এ সময় নিউমার্কেট এলাকায় জড়ো হন হকাররা। পরে মিছিল নিয়ে এসে তারা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের উচ্ছেদ অভিযানে বাঁধা দেন। তর্কাতর্কির এক পর্যায়ে হকাররা মারমুখী হয়ে চসিকের তিনটি গাড়ি ভাঙচুর করে।

এ সময় আত্মরক্ষায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা সেখানকার গণশৌচাগারে অবস্থান নেন। পরে খবর পেয়ে পুলিশ এসে হকারদের ধাওয়া দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এরপর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে হকাররা রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন অলি-গলিতে ঢুকে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি শান্ত হলেও পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নূরুল আলম লেদু বলেন, হকাররা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চিপায়, কোণে বসেছিল। চসিকের লোকজন হকারদের মারছিল। ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে কয়েকজনকে। কারাদণ্ডও দিয়েছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম। তখন ওৎপেতে থাকা বহিরাগতরা পুলিশের দিকে ইট পাটকেল মেরেছে। তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের বিপুল পরিমাণ সদস্য ঘটনাস্থলে আছেন।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top