উখিয়া হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের ৩ প্রতিনিধি

উখিয়া প্রতিনিধি:  উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো পর্যবেক্ষণে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল৷

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, (পরিকল্পনা) ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, সিনিয়র সহকারী সচিব স্নেহশীষ দাশ, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান। দলটি এসময় হাসপাতালের এক্স-রে বিভাগ, ওয়ার্ড, হাসপাতাল জরুরী বিভাগ, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. সাজেদুল ইমরান শাওন সহ হাসপাতালের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ।

চাটগাাঁ নিউজ/ইব্রাহিম/ইউডি 

Scroll to Top