উখিয়ার ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার এক মাদক কারবারিকে ৪০ হাজার ইয়াবাসহ টেকনাফে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের নয়াবাজার এলাকায় চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার আসামী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গজুঘোনা এলাকার আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ আলা উদ্দীন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, বুধবার দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কে হ্নীলা নয়াবাজার এলাকায় অস্থায়ী চেকপোষ্টে উখিয়ার এক মাদক কারবারিকে ৪০ হাজার ইয়াবা সহ গ্রেফতার করে র‍্যাব-১৫৷ এসময় তার সাথে কথা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়৷ সংশ্লিষ্ট আইনে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top