উখিয়ার সেই ১৩ শিক্ষার্থী দিতে পারবে এসএসসি পরীক্ষা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ এসএসসি পরীক্ষার্থী সিন্ডিকেটের কবলে পড়ে প্রথম পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারলেও ২য় পরীক্ষা থেকে অংশগ্রহণ করতে পারবে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

তিনি জানান, ১৩ পরীক্ষার্থী প্রবেশপত্র হাতে পেয়েছেন৷ প্রতারণার ফাঁদে পড়ে এই শিক্ষার্থীরা প্রবেশপত্র হাতে না পেয়ে প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি৷ পরে আমরা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি৷ পূর্বের রুটিন অনুসারে পরীক্ষা চলমান থাকবে৷ যে পরিক্ষা অংশগ্রহণ করতে পারেনি সেটি সবার শেষে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হবে৷

পরীক্ষার্থীরা হলেন, নাছির মোহাম্মদ, মাহমুদুল হক, নয়ন মণি, রুনা আক্তার, নাঈমা সোলতানা, শারমিনা কামাল, রেনজিনা আক্তার, হাফসা আক্তার, নাছিমা আক্তার সানজিদা আক্তার সুফাইরা আক্তার, রিহাদুল ইসলাম ও সুইটি আক্তার৷

সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে শিক্ষার্থীর অভিভাবক নুর আলম জানান, আমার মেয়ে যেদিন থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি সেদিন থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। পরীক্ষা দিতে পারার খবরে খুশিতে আবারও পড়ার টেবিলে বসছে৷

পরীক্ষার্থী নাঈমা সোলতানা জানান, এইবার পরীক্ষা দিতে না পারলে পড়ালেখা ছেড়ে দিতাম কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা আবারও পরীক্ষার হলে যেতে পারতেছি৷ ইতিমধ্যে প্রবেশপত্র হাতে পেয়েছি৷ আগামীকাল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবো, এখন পড়ার টেবিলে আছি৷

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ জানান, প্রতারণার ফাঁদে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা ১৩ শিক্ষার্থী বাকী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে৷ ইতিমধ্যে তাদের প্রবেশপত্র তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে৷ অংশগ্রহণ করতে না পারা প্রথম পরীক্ষা শেষে নেওয়া হবে৷

এদিকে গত বৃহস্পতিবার আলোচিত ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে না পেয়ে অংশগ্রহণ করতে না পারার প্রতিবাদে স্কুল ভাঙচুর করে সড়ক অবরোধ করলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসেন৷ পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন৷ সেই মামলায় প্রধান শিক্ষককে প্রেফতার করে কক্সবাজার কারাগারে পাঠানো হয়৷ বাকী ৩ জন এখনো পলাতক আছেন৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…

Scroll to Top