পড়া হয়েছে: ৪৯
উখিয়া প্রতিনিধি: মুক্তিযুদ্ধকালীন কক্সবাজার ও বান্দরবান জেলার অধিনায়ক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবদুস ছোবহান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন তিনি।
শনিবার বিকেল ৩টায় উখিয়ার মরিচ্যা পালংস্থ নিজের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে চির সমাহিত করা হবে।
প্রসঙ্গত: দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।