উখিয়ার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কক্সবাজার উখিয়ার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শনিবার (৯ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহমদ উল্লাহ সওদাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, সাবেক সভাপতি শামসুল আলম সওদাগর, মোজাফফর আহমদ সওদাগর, সোলাইমান মেম্বার, প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার ফরিদ আহমদ, মাষ্টার সাব্বির আহমদ, মুহাম্মদ মুছা, দাতা সদস্য আবুল মনজুর, অভিভাবক সদস্য আবদুস সাত্তার, ডা. কামাল উদ্দিন, শামসুল আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ রহিম হেলালিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষ অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top