উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যেই গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে বশির উল্লাহ (৩৫)।
মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে৷
জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর এস ও সদস্যদের মধ্যে ১০/১২ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে বশির উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা শরণার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ক্যাম্প ০৯ এর আই এম ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান,ভোরে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মধো গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে এক রোহিঙ্গা মারা যায়। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।