পড়া হয়েছে: ৪০
উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার আলোচিত-সমালোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রঞ্জন বড়ুয়া রাজনকে অবশেষে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০২০ সালের ১ জানুয়ারি থেকে টানা ৫ বছর উখিয়ার মতো গুরুত্বপূর্ণ উপজেলায় কাজ করা ডাক্তার রাজনের নতুন কর্মস্থল খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম ইউনিয়ন জারুল ছড়ির উপ-স্বাস্থ্য কেন্দ্রে৷
যেখানে তিনি মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করবেন। গাজীপুরের টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার নাসরিন জেবিন রাজনের স্থলাভিষিক্ত হবেন বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ