উখিয়ার আরসা আস্তানা থেকে অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, আটক ২

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসার দুই সদস্যকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৫ মে) ভোর থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের গহিন এ পাহাড়ে অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তোলার গোপন সংবাদ পায় র‌্যাব। এর ভিত্তিতে আজ ভোর রাত থেকে র‌্যাব-১৫ এর একাধিক টিম ঐ পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানে আরসা সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র‌্যাককে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় আরসার সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসার দুই সন্ত্রাসীকে আটক করে র‍্যাব। তাদের আস্তানা থেকে বিপুল অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। র‌্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/ এসআইএস

 

Scroll to Top