উখিয়ায় ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া বাজারে অভিযান চালিয়ে ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে থানা পুলিশ৷ রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সদরে কাঁচাবাজার সংলগ্ন হাজিরপাড়া সড়কের মুখে ফরিদ আলমের দোকান থেকে এসব মদ উদ্ধার করা হয়৷

এসময় পালিয়ে যাওয়া দোকান মালিক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার নজির আহমেদের পুত্র ফরিদ আলম (৩৫)৷

স্থানীয় এক ব্যবসায়ী জানান, ফরিদ অনেকদিন ধরে ফার্নিচার ও পান দোকান ব্যবসার আড়ালে মাদক, মদ ও গাঁজা বিক্রয় করে আসছে। এই এলাকার তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে ফরিদ৷ তাঁকে গ্রেফতারে বেরিয়ে আসবে মূল নায়ক কে৷

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোববার সকালে হাজিরপাড়া সড়কের মুখে ফরিদ নামের এক দোকানে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়ে৷ এই দোকান মালিক পালিয়ে যায়৷ তাঁকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top