উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে অবৈধ ভাবে ঘর নির্মাণ করায় ৫টি স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ৷

শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার টিএনটি শীলেরছড়া ও কুতুপালং এলাকায় এসব উচ্ছেদ করা হয়৷

বনবিভাগ সূত্রে জানা যায়, পট পরিবর্তনের সুযোগে নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করে তারা। বিষয়টি জানার পর জবরদখলদারদের বরাবর নোটিশ প্রদান করে বনবিভাগ। পরে কোনো জবাব না পেয়ে অভিযান পরিচালনা করে উখিয়া বনবিভাগ। এসময় ৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷

বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, অবৈধভাবে ঘর নির্মাণের অপরাধে নতুন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে৷ এই অভিযান আমাদের চলমান থাকবে৷

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন জানান, অবৈধভাবে বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণকারীদের বরাবর নোটিশ প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। কিন্তু তারা ১৫দিনেও নোটিশের কোনো জবাব না দিয়ে বনবিভাগের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। তথ্য উপাত্ত সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়। জবরদখল প্রতিরোধে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top