উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক অপরাধে দায়ের হওয়া ১২টি মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ সেলিম (৪০), উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে গাছ কালুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ মামলার আসামি সেলিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে৷
স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদ সেলিম রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে খুন, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও নারী নির্যাতনসহ ১২টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তার অবস্থান শনাক্ত করে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন