উখিয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

উখিয়া প্রতিনিধি:  কক্সবাজারের উখিয়ার সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বদিউর আলম (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার কোটবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বদিউর আলম রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া এলাকার নজির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বদিউর আলম। পথে কোটবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহপুরী হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এ সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ যাচাই করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। বিষয়টি তদন্তে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/মোস্তাফা/জেএইচ

Scroll to Top