পড়া হয়েছে: 56
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় মোঃ শফিউল্লাহ নামের এক যুবক আহত হয়েছে৷
শুক্রবার (৭ মার্চ) দুপুরে ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৮ ব্লকে এ ঘটনা ঘটে৷
স্থানীয়দের সূত্রে জানা যায়, উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপের হামলায় এক দোকানদারকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়৷ এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে একটি মারামারির ঘটনা শুনেছি৷ তবে সেখানে এপিবিএন পুলিশ কাজ করছে৷ কোনো অভিযান পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন