উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার মহাসড়কে শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ আরিফ উল্লাহ নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু আরিফ গয়ালমারা চাচার বাড়ি থেকে শফিউল্লাহ কাটাস্থ পিতার বাড়িতে ফেরার পথে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির সিমেন্ট বোঝাই শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।
শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-উ ১২-২৮৮০। গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






