উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় শিকারিদের ফাঁদ থেকে বকসহ অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় শিকার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ জাল, ফাঁদ ও কৃত্রিম বক জব্দ করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বন বিভাগের একটি টিম।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাছকারিয়া এলাকায় শিকারিরা জাল পেতে অবৈধভাবে বক ও অন্যান্য অতিথি পাখি শিকার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালানো হয়।
থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত জানান, অভিযানে ৭০০ ফুট জাল ও ৩০০টি কৃত্রিম বক জব্দ করে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বন্যপ্রাণী রক্ষা ও অবৈধ শিকার বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, শিকারিরা দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে এসব পাখি ধরে বাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক জালের ফাঁদ জব্দ এবং ১০টি বক ও অতিথি পাখি জীবিত উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগ কার্যালয়ে উপস্থিত সবার সামনে উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ শিকার বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






