উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ২৬ নম্বর শেড থেকে এক রোহিঙ্গা নারীকে ককটেল ও অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী শ্রাবণী প্রকাশ সাবু (৪০)। তিনি একই ক্যাম্পের এহসানুল হকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীর ঘর থেকে দুটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং ৫টি ককটেল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ অভিযানে অংশ নেয় ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল।
১৪ এপিবিএন-এর অধিনায়ক সিরাজ আমিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল পুলিশ তল্লাশি চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন সার্বক্ষণিক কাজ করছে। অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, এপিবিএন সদস্যরা গ্রেফতারকৃত নারীকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন