উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার যুবকের মরদেহ 

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ শফি আলম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শফি আলম ক্যাম্প-২ ওয়েস্টের ডি-১৩ ব্লকের বাসিন্দা এরশাদ হোসেনের ছেলে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে ডি-১৩ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শফি আলম রাতে অসুস্থবোধ করলে তার মায়ের রুমে ঘুমাতে যায়। ঘুমানো অবস্থায় তার বসতঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে তার মা আশেপাশের লোকজনকে জানায়। লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তির গলায় দাগ রয়েছে।

উখিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top