উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে একটি বসতঘর ও তিনটি স্থাপনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ক্যাম্প ১৮এফ/৩ ব্লকে এলাকায় আগুনে পুড়ে যায় ঘরসহ ৪টি স্থাপনা।
পুড়ে যাওয়া বসতঘরের মালিক, উখিয়া ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকের সুনা মিয়ার পুত্র মোহাম্মদ রশিদ (৪৫)।
বসতঘরের মালিক মোহাম্মদ রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় বাড়িতে। পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দ্রুত বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ততক্ষণে আমার একমাত্র বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৷ আমি এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার ভোরে ক্যাম্প ১৮ তে একটি ঘরে আগুন লাগলে ঘটনাস্থলে পুলিশ ও সিপিপির সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ চলে আসে। এতে একটি ঘর এবং তিনটি স্থাপনা পুড়ে গেছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ