উখিয়া প্রতিনিধি: কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আজ শুক্রবার (২৪ মে) সকাল ১১টার দিকে ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, বেলা ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ড সূত্রপাত হয় বলে তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
সামছু-দৌজা বলেন, “তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুন লাগে। এরপর মুহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।“
আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এসআইএস