উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীর বিষপানে মৃত্যু

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আজিজা (১৫), তিনি একই ব্লকের বাসিন্দা রবি উল্লাহর কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আজিজা ও তার পিতার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবার ওপর অভিমান করে আজিজা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্য ও আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি পারিবারিক কলহজনিত। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, রোহিঙ্গা কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি অপমৃত্যু। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top