উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে ছুরিকাঘাত

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৭-এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকে এই ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা যুবক মো. জান্নাত শাহ (২৪)। তিনি হাসিমের ছেলে ক্যাম্প-৭-এর এ-৬ ব্লকের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্প সূত্রে জানা যায়, জান্নাত শাহ পার্শ্ববর্তী এ-৭ ব্লকের বাসিন্দা মো. সাবিরের ছেলে মো. কাইসারের সাথে পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাইসার ছুরি দিয়ে জান্নাত শাহের ঘাড়ে আঘাত করেন।

আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় জান্নাত শাহকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট ক্যাম্পের হেড মাঝি কর্তৃক ক্যাম্প ইনচার্জ (সিআইসি) এবং এপিবিএন সদস্যদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলা নিয়োজিত ৮-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহীম/এমকেএন

Scroll to Top