উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রেজুরখালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ ফরহাদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফরহাদ সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি একই এলাকার জেলে আব্দুল হালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ফরহাদ তার বাবার সঙ্গে রেজুরখালে মাছ ধরতে যায়। এ সময় ডিঙ্গি নৌকা থেকে হঠাৎ পা পিছলে সে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই স্রোতে ভেসে যায় কিশোর ফরহাদ।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে নামলেও সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দূর্জয় সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
স্থানীয়দের মতে, ফরহাদের বাবা আব্দুল হালিম পেশায় জেলে। নিয়মিত রেজুর মহোনায় মাছ ধরেন তিনি। শনিবার স্কুল বন্ধ থাকায় ফরহাদ বাবাকে সাহায্য করতে গিয়ে নৌকা থেকে পড়ে যায়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দূর্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করি। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেবে। আশা করছি, শিগগিরই নিখোঁজ ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হবে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, নদীতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় রয়েছে। এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






