উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি পৃথক মামলায় মোট ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকালে উপজেলার পালংখালী বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা যারীন তাসনিম তাসিন।
সূত্রে জানা যায়— অভিযানকালে ‘ঔষধ ও কসমেটিকস আইনে মেসার্স এস আর মেডিকোকে ১ লাখ টাকা, মেসার্স আজমান মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, অন্যান্য প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯’ এর ৫৩ ধারায় মেসার্স রামা ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, আজকের অভিযানে আমরা বেশ কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত কসমেটিকস বিক্রির প্রমাণ পেয়েছি। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এসব অনিয়ম অভিযান চালিয়ে ‘ঔষধ ও প্রসাধনী আইন’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। একইসাথে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, যেন তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ