উখিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রেজুখাল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ স্কুলছাত্র মোহাম্মদ ফরহাদের মরদেহ।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শাহীনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

মরদেহ উদ্ধারের পর উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্কুলের সহপাঠী, এলাকার সর্বস্তরের জনগণ ও আত্নীয় স্বজনদের মাঝে শোকাভিভূত হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ফরহাদ গতকাল শনিবার ৩টার দিকে বাবার সাথে শখ করে বড়শি দিয়ে রেজুখালে মাছ ধরতে যায়। সেখানে অসাবধানতার বশত খালের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, গতকাল ৩টার দিকে আমাদের কাছে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করি। সন্ধান না পেয়ে আমাদের চট্টগ্রাম কন্ট্রোলের ডুবুরি দলকে খবর দিই। তারা আজ সকালে রেজুখালের ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top