উখিয়ায় ব্যক্তিগত সফরে সস্ত্রীক মির্জা ফখরুল

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক কক্সবাজারের উখিয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি ইনানীর একটি আবাসিক হোটেলে উঠেছেন৷

হোটেল সুত্রে জানা যায়, তিনি আজ দুপুরে হোটেলে উঠেছেন। আগামী রোববার পর্যন্ত রুম বুকিং দেওয়া আছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত ভ্রমণে এসেছেন। এখানে দলীয় কোনো নেতাকর্মীদের সাথে দেখা করার পরিকল্পনা নেই৷ তিনি ও তাঁর পরিবার দুয়েকদিন কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণ করবেন৷ শনিবার রাতের ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম মোস্তফা/ইউডি  

Scroll to Top