উখিয়ায় বিজিবির অভিযানে ৮৫টি কারেন্ট জাল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে বিজিবি-৩৪ ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৫টি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে রেজুখালের দক্ষিণে ঝাউবাগান এলাকা থেকে এসব জাল উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রেজুখাল চেকপোস্টের দক্ষিণে ঝাউবাগান নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালন করে পরিত্যক্ত অবস্থায় ৮৫টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার কারেন্ট জালের ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top