উখিয়ায় বিজয়ের মুকুট পড়লেন জাহাঙ্গীর কবির, সাংবাদিক রাসেল ও শাহীন আক্তার

উখিয়া প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উখিয়া উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনেও অধিকাংশ ভোটকেন্দ্রে ছিল ভোটার খরা। এরপরও ৪৪.৭৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে ৩৮ হাজার ৫২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। তার নিকটতম প্রার্থী মোটরসাইকেল প্রতীকে ২৭ হাজার ৫২১ পেয়েছেন৷

ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের ২২ হাজার ৫৯৫ ভোট পেয়ে সাংবাদিক রাসেল চৌধুরী৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কামাল উদ্দিন মিন্টু মাইক প্রতীকে ১৮ হাজার ৮০৮ ভোট পেয়েছেন৷ জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীক নিয়ে ১৫ হাজার ৪২৫ ভোট পেয়েছেন৷ সাংবাদিক গফুর মিয়া চৌধুরী চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৯৯২ ভোট পেয়েছেন এবং গফুল উল্লাহ বই প্রতীকে ৪ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন৷

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাসঁ প্রতীক নিয়ে শাহীন আক্তার ২৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কমরুনেচ্ছা বেবী কলস প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৬০ ভোট পেয়েছেন এবং সাহজীদা আক্তার নূরী মায়া প্রজাপতি নিয়ে ১২ হাজার ৮১১ ভোট পেয়েছেন৷

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়নে সুস্থভাবে ভোট সম্পন্ন হয়েছে৷ উপজেলায় মোট এক লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। তারমধ্যে ৬৭ হাজার ৫৮৮ ভোট কাস্ট হয়েছে৷ যা ৪৪.৭৩ শতাংশ৷

তিনি আরও বলেন, বেসরকারি ভাবে জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷ ভাইস চেয়ারম্যান হিসেবে রাসেল চৌধুরী ও শাহীন আক্তার নির্বাচিত হয়েছেন৷

চাটগাঁ নিউজ/মোস্তফা/ এসআইএস

Scroll to Top