পড়া হয়েছে: ২১
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছসহ দুই অটোরিকশা জব্দ করেছে বনবিভাগ৷
রবিবার (৯ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার থাইংখালী বিটের আব্দুল গণির আস্তানা নামক এলাকায় এসব জব্দ করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম শাহিন জানান, রবিবার রাতে পালংখালী ইউনিয়নের থাইংখালী বিটে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ পাচার কালে গাছসহ ২টি অটোরিকশা (টমটম) জব্দ করা হয়েছে৷ এসময় ৭/৮ জন দুর্বৃত্ত পালিয়ে যায়৷ আকাশমণি ৫২টি অন্যান্য গাছ ১০ সিএফটি এবং ২টি অটোরিকশা (টমটম) গাড়ি জব্দ করা হয়৷ আইন অনুযায়ী পিওআর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত সহ প্রমুখ৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন