উখিয়ায় বনবিভাগের পাহাড় কাটায় ডাম্পার জব্দ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে সরকারি সংরক্ষিত বনভূমির পাহাড় কাটা অবস্থায় একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বনবিভাগ।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার রাজাপালং হাতিমোড়া কিল্লামোড়া এলাকায় অভিযান চালিয়ে রেঞ্জ অফিসার গাজী শফিক আলমের নির্দেশে এই ডাম্পার জব্দ করেন বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম চাটগাঁ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং হাতিমোড়া কিল্লামোড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটা অবস্থায় ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কমকর্তা বিকাশ দাশ সহ অন্যান্য বনকর্মীরা।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top