পড়া হয়েছে: ২৬
উখিয়া প্রতিনিধি: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভালুকিয়া এলাকায় রাতের আঁধারে চলছে সংরক্ষিত বনভূমি থেকে পাহাড়ের মাটি পাচার। বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত মাটি পাচার করে আসছে একটি চক্র।
সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অবৈধভাবে পাহাড়ের মাটি পাচারের খবরে অভিযান পরিচালনা করে বনবিভাগ।
অভিযানের নেতৃত্ব দেওয়া ভালুকিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আলম জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশে অবৈধভাবে সংরক্ষিত বনভূমির পাহাড়ের মাটি পাচারের খবরে ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়।
বর্তমানে ডাম্পার উখিয়া রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”