পড়া হয়েছে: ২৯
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে৷
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) মাধ্যরতে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
মৃত রোহিঙ্গা, উখিয়ার ৪নং ক্যাম্পের এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথা এলাকার মৃত আব্দুল খালেক পুত্র মোহাম্মদ আলী (৪০)।
বিষয়টি নিশ্চিত উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন জানান, স্থানীয় রোহিঙ্গাদের মধ্যমে জানতে পারি বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে ৪ এক্সটেনশন, ব্লক- সি/২ এর উত্তর মাথায় মারামারি করে প্রতিবেশীর ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন