উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের ১৫০ সেফটি পাচারকালে কাঠভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বনবিভাগ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ১০ টায় উপজেলার রাজাপালং হাতিমোড়া তুলাতলি এলাকায় গাছসহ ডাম্পার গাড়ি জব্দ করা হয়৷ এসময় আনুমানিক ৫ বা ৬ জন পালিয়ে যায়৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহীন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং হাতিমোড়া তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের আনুমানিক ১৫০ সেফটি গাছসহ ডাম্পার গাড়ি জব্দ করা হয়৷ এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়৷ পালিয়ে যাওয়াদের ধরতে আমাদের অভিযান চলমান আছে৷ বন সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে৷
অভিযানে আরও উপস্থিত ছিলেন, দোছড়ি বনবিটের বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে ভালুকিয়া ও সদর বনবিটের (ভারপ্রাপ্ত) বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত সহ প্রমুখ৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন