উখিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ মে) গভীর রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া এলাকা এবং জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) এবং জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া নেতারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, স্থানীয় রাজনীতি ও নানা অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে থাকেন

এদিকে অভিযানের পর উখিয়া এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এভাবে যদি নিয়মিত অভিযান চালানো হয়, তাহলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, গ্রেফতারকৃতরা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করি৷

তিনি আরও বলেন, ডেভিল হান্ট অপারেশন আমাদের নিয়মিত টাস্কফোর্সের অংশ, যার মূল লক্ষ্য হলো—উখিয়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধী চক্রকে নির্মূল করা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডেভিল হান্ট অপারেশন’ চলমান থাকবে এবং যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান আরও জোরদার করা হবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top