উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকায় থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়৷
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বালুখালী বিওপি’র একটি টহলদল বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী রহমতেরবিল এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পায়। বিজিবি সদস্যরা তাদের তল্লাশির জন্য এগিয়ে গেলে মাদক চোরাকারবারীরা দ্রুত খালে ঝাঁপিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে দুটি রঙিন প্যাকেটে মোড়ানো মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে সফল ভূমিকা পালন করছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন