উখিয়ায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে সামছুন নাহার (৪০) এক নারীর রহস্যময় মৃত্যু হয়েছে৷ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নারী সামছুন নাহার বান্দরবানের থানচি উপজেলার ২নং ওয়ার্ডের টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী৷

উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হামজা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার ওর্য়াডের আমিন পাড়া এলাকায় গত শনিবার রাতে এক নারী ছুরিকাঘাত করে ফেলে গেছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন৷

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক৷

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো আরিফ হোসেইন জানান, থানচি উপজেলার এক নারী নিহত হয়েছে। উখিয়া উপজেলার এক মাছ ব্যবসায়ী থানচি এলাকায় মাছ বিক্রি করতেন৷ সে নারীর সাথে উখিয়ার পুরুষের কি সম্পর্ক তা তদন্ত করে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top