উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় এক গরু ব্যবসায়ীর মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে হত্যা করেছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের পার্শ্ববর্তী কালামারছড়া দোছড়ি পাহাড়ি এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানালে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি মোহাম্মদ হাশেম (২৮) রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকার মৃত আলী আহমদের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প-৪ ও ৪ এক্সটেনশনের কসাইদের কাছে গরু বিক্রি করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে ৪–৫টি মাঝারি আকারের গরু নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে জানা যায়, অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। অপহরণের একদিন পর তাকে হত্যা করে পাহাড়ি এলাকায় একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাদের দাবি
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/জেএইচ






