উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় খোলা বাজারে অবৈধ ভাবে বিক্রি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীদের কাছে সংরক্ষিত টিসিবি’র পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনীম তাসিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, ডিলার ব্যতিত খোলা বাজারে টিসিবি পণ্য বিপণন বা বিক্রি আইনত অবৈধ। সরেজমিনে প্রমাণ পাওয়ায় বিধি মোতাবেক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য মিলছে না। কিন্তু ঠিকই আবু বক্করের মতো কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল সহ টিসিবিভুক্ত পণ্য কম দামে সংগ্রহ করে বেশি মুনাফায় ভোক্তাদের কাছে কৌশলে সরবরাহ করছে।
অভিযানে আবু বকর,কামাল উদ্দিনসহ তিন স্থানীয় ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/ইউডি

															
								




