উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কোটবাজার স্টেশন চত্বরে এবং বিকেল আড়াইটায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাকে কেন্দ্র করে উভয় স্থানেই সৃষ্টি হয় জনশ্রোত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজাস্থল পরিণত হয় শোক ও ভালোবাসায় ভরা এক আবেগঘন পরিবেশে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
কোটবাজারে অনুষ্ঠিত জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক।
এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন







