উখিয়ায় এনসিপির পাঁচ শীর্ষ নেতার গোপন সফর, ত্যাগ করেছেন হোটেল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থানরত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা হোটেল ত্যাগ করেছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি সাদা রঙের ভিআইপি গাড়ি ঢাকা মেট্রো চ- ১২-৭৮৩৬ করে তারা রয়েল টিউলিপ (সি পার্ল বিচ রিসোর্ট) থেকে বের হয়ে যান বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে তারা আকাশপথে না সড়কপথে গন্তব্যে রওনা হবে—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির নেতাসহ ৬ জন কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তারা সাধারণ যাত্রীদের মতই ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে মূল গেট দিয়ে বের হন। পরে ইনানীর সি পার্ল বিচ রিসোর্টের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।

নেতাদের মধ্যে ছিলেন—হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। সফরসঙ্গী হিসেবে সার্জিস আলমের স্ত্রী ও আরও একজন নারী ছিলেন, যিনি পার্টির সমন্বয়ক ডা. তাসমিন জারা বলে জানা গেছে।

তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়ির চালক নুরুল আমিন জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান নেতারা। এ গাড়ি পূর্ব-নির্ধারিত ভাড়াকৃত ছিল না, বিমানবন্দরেই ভাড়া করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সি পার্ল রিসোর্ট এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সূত্রগুলো বলছে, এনসিপি নেতাদের সফর উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছু জানা না গেলেও গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের কথাও শোনা যাচ্ছে। যদিও হোটেল কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনী এ দাবি নাকচ করে দিয়েছেন।

অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, বুধবার দুপুর দেড়টা পর্যন্ত ওই পাঁচ নেতার নামে কোনো রিটার্ন ফ্লাইটের বুকিং নেই।

অপর একটি সূত্র জানায়, তারা সড়ক পথে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন। এনসিপি নেতাদের এই সফর এবং তা ঘিরে ব্যাপক গোপনীয়তা কক্সবাজার জুড়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার ভ্রমণ ও সেই ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আলোকে পাঁচ নেতাকে শোকজ নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক নোটিশে এই নির্দেশ দেন।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top