উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলা পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন উপলক্ষে রাজাপালং ইউনিয়নে প্রায় ১ হাজার ভোটারকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়৷
শনিবার (২৩ সেপ্টেম্বর) স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী।
উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার ৫ টি ইউনিয়নে ১ লাখ ১২ হাজার ১৯৯ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ধাপে ধাপে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন।