উখিয়ায় ইয়াবা ও গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষ গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, পিস্তল ও গুলিসহ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে ৷

রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু বক্করের পুত্র মোঃ সেলিম (২৩ ), একই ক্যাম্পের ব্লক-জি/১০ এর জামালের স্ত্রী আসমা আক্তার (২০) ৷

জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪-এপিবিএন ও কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, ১০ রাউন্ড ৯ এমএম অস্ত্রের গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করা হয়৷

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একে এম দিদারুল আলমসহ এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা গুলিসহ ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top