উখিয়ায় অবৈধ ইটভাটায় লাখ টাকা অর্থদণ্ড

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন। এসময় তিনি বলেন, উপজেলার হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এমআরসি ব্রিকসের মালিককে ৭০ হাজার এবং আফিপা ব্রিকসের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়৷ তিনি আরও বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে৷

এসয়ম উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান, বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া থানা পুলিশ৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top